মহা সাড়ম্বরে স্বাধীনতা দিবস উদযাপিত হলো বাঘমুন্ডি স্বরাকডি হাইস্কুল প্রাঙ্গণে


সারাদেশের সাথে সাথে পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকের বাঘমুন্ডি স্বরাকডি হাই স্কুল প্রাঙ্গণে সাড়ম্বরে ৭৭ তম স্বাধীনতা দিবস উদযাপিত হলো।

জানা গিয়েছে,এদিন প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করেন স্কুলের সভাপতি ভগীরত মাঝি।
উত্তোলন শেষে জাতীয় সঙ্গীত পাঠ হয়।
পরে স্কুলের সমস্ত ছাত্র ছাত্রীদের নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় দশ ফুট চওড়া ও পঞ্চাশ ফুট লম্বা জাতীয় পতাকা নিয়ে।এদিন বর্ণাঢ্য শোভাযাত্রাটি স্কুল প্রাঙ্গণ থেকে বাঘমুন্ডি ব্লক অফিস পৌঁছায়।সেখান থেকে বাঘমুন্ডি হাই স্কুল মোড় থেকে বাঘমুন্ডি স্বরাকডি স্কুলে এসে শেষ হয়।

বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে স্কুলের মুক্ত মঞ্চে প্রদীপ প্রজ্জ্বলন এর মধ্য দিয়ে শুরু হয় একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান।স্কুলের ছাত্র ছাত্রীদের প্রতিভাকে তুলে ধরার জন্য।এছাড়া বসে অঙ্কন প্রতিযোগিতা ও হয়। 

অনুষ্ঠান শেষে স্কুলে লেব উদ্বোধন হয়।এদিন উদ্বোধন করেন বাঘমুন্ডি সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবরাজ ঘোষ।
উপস্তিত ছিলেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৌমেন দে,সহ স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে স্কুলের সভাপতি ভাগীরত মাঝি, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য দিলীপ পরামানিক, অভিভাবক সদস্য ননি গোপাল কুমার।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.