১৯ দফা দাবীতে নিয়ে ব্লক অফিসে স্মারকলিপি আদিবাসী সেঙ্গেল অভিযানের

দীনেশ চন্দ্র কুইরী, বাঘমুন্ডি :- ১৯ দফা দাবীতে আন্দোলনের পথে নামলো আদিবাসী সেঙ্গেল অভিযানের পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লক কমিটি। মঙ্গলবার তারা দাবিগুলি নিয়ে ছাতাটাঁড় মাঠ থেকে মিছিল করে বাঘমুন্ডি ব্লক অফিসে পৌঁছায়। সেখানে পৌঁছে বিক্ষোভ কর্মসূচি করেন। পরে তারা বিডিও'র কাছে ডেপুটেশন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। তাদের মোট ১৯ দফা দাবিগুলির মধ্যে উল্লেকযোগ্য হলো ২০০৬ বনাধিকার আইন মোতাবেক গ্রাম সভা মারফত FRC গঠন করে আদিবাসীদের পাট্টা প্রদান করতে হবে, অবিলম্বে আদিবাসীদের জাহের থানের পাট্টা প্রদান করতে হবে, বন্ধ হওয়া আদিবাসী হোস্টেলগুলি অবিলম্বে চালু করতে হবে, প্রত্যেক স্কুলে ছাত্র ছাত্রীর সংখ্যার অনুপাতে শিক্ষক নিয়োগ করতে হবে, এগুলি সহ মোট ১৯ দফা দাবী জানানো হয় এদিন। কর্মসূচিতে অংশগ্রহণ করেন আদিবাসী সেঙ্গেল অভিযানের ব্লক কমিটির সম্পাদক রামপদ সরেন, সভাপতি সুনীল হাঁসদা, ব্লক জেডিপি সভাপতি ছুটুলাল মুর্মু সহ মাঠা ও অযোধ্যা অঞ্চলের এই সংগঠনের সদস্যরা।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.