উচ্চ মাধ‍্যমিক পরীক্ষার্থীদের সংবর্ধনা

                পড়ার সাথে। আদিবাসী অধ‍্যুষিত  প্রত‍্যন্ত  গ্রামাঞ্চলের মাধ‍্যমিক ও উচ্চ পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে বিগত কয়েক বছর ধরে এই স্বেচ্ছাসেবী সংস্থা অনলস উদ‍্যোগে সামিল। পুস্প স্তবক, কলম, পাটা, চকলেট আর জলের বোতল দিয়ে এ বছরের  ১৬৫ জন উচ্চ মাধ‍্যমিক পরীক্ষার্থীকে  সংবর্ধনা জানানো হল রামনগর হাই স্কুলে। মহতী এই উদ‍্যোগে সামিল হতে উপস্থিত ছিলেন প্রাক্তন অধ‍্যক্ষ ড. চন্ডীদাস মুখোপাধ‍্যায়, সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রী মোনাজ কুমার পাহাড়ী, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রী রাজীব মুর্মু, প্রেস ক্লাবের সম্পাদক শ্রী সমীর দত্ত, জাতীয় শিক্ষক শ্রী শরৎ চন্দ্র পরামানিক, সমাজসেবী শ্রী মনোজ মুখার্জী সহ বহু বিশিষ্ট জনেরা।
       পরীক্ষার্থীদের মধ‍্যে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করতে এই উদ‍্যোগ কোনো প্রশংসার অপেক্ষা রাখে না। শিক্ষা কর্মাধ‍্যক্ষ অংশুমান রায়, প্রধান শ্রীমতি মিথিলা টুডু, উপ প্রধান সুধীর মাহাতো সহ সকল উদ‍্যোক্তাদের সশ্রদ্ধ অভিনন্দন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.