দীনেশ চন্দ্র কুইরী, পুরুলিয়া:- দলে মনোমালিন্য হওয়ায় দল ছাড়তে বাধ্য হলেন সারা ভারত ফরওয়ার্ড ব্লকের লড়াকু তথা বর্ষিয়ান নেতা।
শনিবার,সরাসরি সাংবাদিক সম্মেলন করে দল ত্যাগ এবং পদত্যাগ করার কথা জানালেন পুরুলিয়া জেলার সারা ভারত ফরওয়ার্ড ব্লকের বাঘমুন্ডি পূর্ব লোকাল কমিটির সভাপতি শারোয়ার হুসেন।
দীর্ঘ ২৫ বছরের বেশি দিন ধরেই ফরওয়ার্ড ব্লক দলকে ভালোবেসে সাধারণ মানুষের হয়ে কাজ করে গেলেও হঠাৎ ২০২৩ এ বছরের প্রথম দিকে অর্থাৎ ঠিক পঞ্চায়েত নির্বাচনের সম্মুখে দলের সাথে কি এমন ঘটলো যে বর্ষিয়ান নেতা দল ত্যাগ করতে বাধ্য হলেন।
এমনকি তিনি দলের সাথে কোনও সম্পর্ক রাখতেও ইচ্ছুক নন। হঠাৎ চলতি বছর ফেব্রুয়ারীর শুরুতেই তিনি সাংবাদিক সম্মেলন করে পদত্যাগ ও দল ছাড়ার কথা জানালেন। তবে তিনি সাংবাদিকদের সামনে এটাও বলেন যে,তিনি অন্য কোনো রাজনৈতিক দলেও যাবেন না।
পাশাপাশি তিনি আরও জানান,আজ থেকে যেনো দল আমায় কোনো চাপ সৃষ্টি না করে সংবাদ মাধ্যমের মধ্য সাপ জানিয়ে দেন।