শীত বস্ত্র প্রদান সুন্দরী অযোধ্যা পাহাড়ে পিছিয়ে পড়া তিন গ্রামে নতুন দিশা স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে

দীনেশ চন্দ্র কুইরী, বাঘমুন্ডি:- প্রকৃতির অপরূপ সৌন্দর্য ভরা পুরুলিয়ার সুন্দরী অযোধ্যা পাহাড়।
কোথায় আছে না ঘুরলে কিছুই জানা যায় না।

এমনি চিত্র দেখা গেল সোমবার সুন্দরী অযোধ্যা পাহাড়ের কোলে অবস্থিত তিনটি পিছিয়ে পড়া গ্রাম।
চুলাপানি,হেন্টবেড়া, ঝানকিবেড়া।

এখনও রাজ্য সরকারের একাধিক সুযোগ সুবিধা থেকে শুরু করে রাস্তা ঘাট,আঁধার কার্ড,বিশেষ করে স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত এই তিনটি গ্রাম।

পুরুলিয়ার নতুন দিশা স্বেচ্ছাসেবী সংস্থার প্রয়াসে সুন্দরী অযোধ্যা পাহাড়ের কোলে অবস্থিত ওই তিনটি গ্রামে।ছোট্ট একটি নদী পেরিয়ে ৫০০ জন দুঃস্থ অসহায় ছোট্ট ছেলে মেয়েদের থেকে শুরু করে পুরুষ ও মহিলাদের শীত বস্ত্র প্রদান করেন।

পাশাপাশি ওই স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য তথা বিশিষ্ট সমাজসেবীকা সাধনা সেনাপতি জানান, ওই তিনটি গ্রাম যাওয়ার কোন রাস্তা নেই,অনেকেই রাজ্য সরকারের একাধিক প্রকল্প থেকে বঞ্চিত,পাশাপাশি সেই গ্রামে নেই কোন স্বাস্থ্য কেন্দ্র।রাতের অন্ধকারে কোন রুগী অসুস্থ হলে দোলা করে নিয়ে যেতে হয়।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.