রাজবংশী মেয়েদের নিচু জাত বলে অপমান করার প্রতিবাদে ধিক্কার মিছিল করনদিঘীতে

করনদিঘী:রাজবংশী মেয়েদের নিচু জাত বলে অপমান করার প্রতিবাদে বংশীবদন পন্থী দি গ্রেটার কুচবিহার পিপলস এসোসিয়েশনের উত্তর দিনাজপুর জেলা কমিটির উদ্যোগে ধিক্কার মিছিল অনুষ্ঠিত হলো করনদিঘীতে। মিছিলে জিসিপিএ-এর কর্মী সমর্থক ছাড়াও রাজবংশী সমাজের জাতি দরদীরাও উপস্থিত ছিলেন। উল্লেখ্য বিগত কয়েকদিন আগে একটি দৈনন্দিন সংবাদপত্রে  শারদাঞ্জলি'র স্মৃতির পূজা বিভাগে তৃপ্তি সান্ত্রার লেখায় রাজবংশী সহ বেশ কয়েকটি জাতির মেয়েদের নিচু জাতের বলে লেখা হয়। এতে রাজবংশী সমাজের মানুষেরা ক্ষোভ প্রদর্শন করে। যদিও ঐ সংবাদপত্রের তরফে পরের দিন দুঃখ প্রকাশ করে নেওয়া হয়।এরপরেও রাজবংশী সম্প্রদায়ের মানুষেরা অপমান বোধ করে সংবাদ বিভাগ ও লেখিকার বিরুদ্ধে ধিক্কার মিছিল করে।করনদিঘীতে এদিন ধিক্কার মিছিলের পর থানায় লিখিত অভিযোগ করা হয়।এদিনের কর্মসূচিতে রাজবংশী উন্নয়ন ও সাংস্কৃতিক বোর্ডের সদস্য মোহনলাল সিংহ,জিসিপিএ -এর জেলা নেতা বিকাশ বর্মন,রাজবংশী গাভূর সংঘের নেতা নারদ চন্দ্র সিংহ,ছাত্র নেতা দিবাকর সিংহ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.