ফুটপাতের পর এ বার সরকারি জমি দখলমুক্ত করতে পদক্ষেপ করল বাঁকুড়া সদর মহকুমা প্রশাসন ও পুলিশ। মঙ্গলবার বাঁকুড়ার মাচানতলা এলাকায় বেদখল হয়ে থাকা জমি দখলমুক্ত করতে এক সঙ্গে অভিযান চালাল মহকুমা প্রশাসন ও পুরসভা। ওই এলাকায় বেদখল করে রাখা পরিত্যক্ত একটি বাড়ি বুলডোজ়ার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি স্থানীয় একটি বস্তিকে দ্রুত জমি খালি করার নির্দেশ দেয় প্রশাসন।
বাঁকুড়া শহরের প্রাণকেন্দ্র মাচানতলা। এখানে দীর্ঘ দিন ধরে বিশাল সরকারি জমি অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে । ধীরে ধীরে সেই জমিতে গড়ে ওঠে একটি বস্তি। ওই বস্তি উচ্ছেদের ব্যাপারে একাধিক বার বাঁকুড়া পুরসভা এবং বাঁকুড়া সদর মহকুমা প্রশাসন হুঁশিয়ারি দিলেও কোনও অজ্ঞাত কারণে জমিটি এত দিন পর্যন্ত উদ্ধার করতে পারেনি প্রশাসন। মঙ্গলবার সেই বস্তিতে হাজির হন বাঁকুড়া সদর মহকুমার মহকুমা শাসক অয়ন দত্তগুপ্ত , বাঁকুড়ার পুরপ্রধান অলকা সেন মজুমদার, উপ-পুরপ্রধান হীরালাল চট্টরাজ। ছিলেন বাঁকুড়া সদর থানার আইসি সুজয় তুঙ্গা। সরকারি জমি দখল করে থাকা একটি পরিত্যক্ত ভবন বুলডোজ়ার দিয়ে গুঁড়িয়ে দেয় প্রশাসন। সেই সঙ্গে বস্তিতে বসবাসকারী প্রায় ১৭ টি পরিবারকে অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বাঁকুড়া সদরের মহকুমা শাসক বলেন, “আজ (মঙ্গলবার) পুরসভা, পুলিশ এবং মহকুমা প্রশাসনের তরফ থেকে আমরা যৌথ ভাবে এলাকায় এসেছিলাম। ওই জায়গায় বসবাসকারীদের অনুরোধ করলাম অন্যত্র সরে যেতে। স্থানীয়দের জমির যদি কোনও বৈধ নথি থেকে থাকে, তাহলে তা নিয়ে দফতরে যোগাযোগ করারও অনুরোধও করা হয়েছে। না-হলে আমরা প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করব।”
সৌজন্যে: আনন্দবাজার অনলাইন