বিষাক্ত সাপের কামড়ে গুরুতর আহত হলেন ১ মহিলা
0
6/28/2024 12:24:00 PM
বিষাক্ত সাপের কামড়ে গুরুতর আহত হলেন ১ মহিলা।শুক্রবার আনুমানিক সকাল ৬ টা নাগাদ মানবাজার-১ নং ব্লকের শুকাপাতা গ্রামের সাপে কামড়ানো ১ মহিলাকে মানবাজার হাসপাতালে নিয়ে আসা হয়।জানা যায় ওই মহিলার নাম সরস্বতী সরেন।পরবর্তীকালে ওই মহিলার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে উন্নওর চিকিৎসার জন্য সকাল ৮ নাগাদ বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়।
Tags