প্রায় দেড় মাস অতিক্রান্ত। উত্তপ্ত সন্দেশখালি। একাধিক তৃণমূল নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে পথে নেমেছেন গ্রামবাসীদের একাংশ। জমি দখল, বাড়ি ভাঙচুর, বাড়িঘর কেড়ে নেওয়া এরকম প্রচুর অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে। এই আবহে দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পরিষ্কার জানিয়েছেন, সাধারণ মানুষের সঙ্গে বঞ্চনা কোনও ভাবেই বরদাস্ত করবেন না।
এ দিন, পুরুলিয়ায় প্রশাসনিক সভা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। দু’দিনের সফরে জঙ্গলমহলের সভায় গিয়েছেন তিনি। এদিন তিনি দলের কর্মীদের উদ্দেশ্যে জানান,সকলকে মিলেমিশে কাজ করতে হবে। “আমি চিরকাল এই কথা বিশ্বাস করি মানুষই বড়। আর এই কথা বিশ্বাস করলে আমার সঙ্গে থাকুন। নয়ত অন্য দল করুন। আমার আপত্তি নেই।”
উল্লেখ্য, সন্দেশখালির ঘটনার পর গ্রেফতার হয়েছেন একের পর এক তৃণমূল নেতা। শিবু হাজরা, উত্তম সর্দার, অজিত মাইতি সহ একাধিক। এদের সকলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সামনে আসার পর পদ থেকে সরিয়েও দিয়েছে তৃণমূল। মুলত, দল যে কোনও রকম দুর্নীতি বরদাস্ত করবে না সে কথা আজ আরও একবার স্পষ্ট করে জানিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো।