মানবাজার রাধামাধব হাইস্কুল ময়দানে আয়োজিত হল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

অমরেশ দত্ত, পুরুলিয়া: মানবাজার বিবেকানন্দ শিশু নিকেতনের খুদে পড়ুয়াদের নিয়ে মানবাজার রাধামাধব হাইস্কুল ময়দানে আয়োজিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। ছাত্র জীবনে পড়াশোনার পাশাপাশি ক্রীড়া ও শরীরচর্চার গুরুত্ব অপরিসীম।মূলত খেলাধুলা শিক্ষারই অঙ্গ। আর এই লক্ষ্যকে সামনে রেখেই আজ রবিবার অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।  এদিন বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। এদিন উপস্থিত ছিলেন শিক্ষক শিক্ষিকা মন্ডলি, বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের সদস্য ও অভিভাবক,অভিভাবিকারা সহ বিশিষ্টজনেরা।
আজকের প্রতিযোগিতার বিষয়ে অভিভাবকের পক্ষ থেকে রামকৃষ্ণ নন্দী জানান, বাচ্চাদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও শরীরচর্চা একান্ত প্রয়োজন।পাশাপাশি তিনি আরো জানান, আমাদের এলাকায় ভালো মাঠ নেই, যার ফলে বাচ্চারা ঠিক ভাবে খেলাধুলা করতে পারে না। মানবাজার এলাকার বিশিষ্ট ক্রীড়াবিদ রাজেশ দত্ত জানান,স্কুল কর্তৃপক্ষের উপস্থিতিতে আজকের ক্রীড়া প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। পাশাপাশি তিনি প্রতিযোগীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা ও প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানান।

ক্যামেরা ও তথ্যসূত্র সহকারি: সুশান্ত সিংহ মোদক, মানবাজার

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.