দশমীর দিন নজরকাড়া ভিড় পুরুলিয়া জেলা জুড়ে

অমরেশ দত্ত, পুরুলিয়া:আজ মঙ্গলবার শুভ বিজয়া দশমী। শারদীয় দুর্গাপূজার শেষ দিন। মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর। এদিন প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হবে হিন্দু ধর্মাবলম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব।দশমীর দিন সমস্ত পূজা মন্ডপে ছিল দর্শনার্থীর ভিড়। গোটা বাংলা জুড়ে উৎসবের মেজাজ। মণ্ডপে মণ্ডপে ভিড় জমিয়েছেন মানুষ। দশমির দিন জনজোয়ার গোটা পুরুলিয়া জেলা জুড়ে। হেঁটে হেঁটে বা গাড়ি নিয়ে ঠাকুর দেখা চলছে চারদিকে।মন্ডপে মন্ডপে ঘুরে পূজার আনন্দ নিতে সকাল থেকেই প্যান্ডেলে ভিড় জমিয়েছেন সমস্ত দর্শনার্থীরা। মানবাজার গড় পাথরমহড়া রাজবাড়ির পূজো, দত্ত শিব দূর্গা মন্দির, কুন্ডু দূর্গা মন্দির ও সুবর্ন বনিক সমিতির দূর্গা মেলা, মানবাজার ইন্দকুড়ি সার্বজনীন দূর্গাপূজো, মানবাজার গ্রাম্য যোগাশ্রম দূর্গাপূজো, শ্যাম ঠাকুরের দূর্গামেলা,ময়রা'দের বারোয়ারি শিব দূর্গা মেলা ও গাঙ্গুলী ষোলোয়ানা দূর্গা মন্দির, চক্রবর্তী দূর্গা মেলা, রায় দূর্গা মেলা ও মুখার্জি দূর্গা মন্দিরে প্রত্যেকটি পূজা মন্ডপে দশমির দিন প্রচুর দর্শনার্থীর ভিড় হয়েছে। আপাতত ট্র্যাফিক কন্ট্রোল স্বাভাবিক। তবে আজকেই পুজোর শেষদিন। তাই সন্ধ্যেতে ভিড় উপচে পড়ছে শহর জুড়ে। সম্পূর্ণরূপে প্রস্তুত পুলিশ প্রশাসন। সন্ধের ভিড় সামাল দিতে পুলিশের তরফে সবরকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.