বায়ো ফ্লক্স পদ্ধতিতে মাছ চাষ করে দরিদ্র আদিবাসী মহিলাদের স্বনির্ভর করার জন্য উপভোক্তা বাছাই করতে সভা হল বিদ্যালয় প্রাঙ্গণে। প্রাথমিক ভাবে পাঁচটি ইউনিটে দশ জন করে স্বনির্ভর দলের মহিলাকে যুক্ত করে এই কাজ শুরু হবে। মৎস্য বিজ্ঞানীরা এই পঞ্চাশ জন মহিলাকে মৎস্য পালনের প্রশিক্ষণ দেবেন। বিনামূল্যে মাছের চারা ও খাবার সরবরাহ করা হবে। উপভোক্তারা উৎপাদিত মাছ স্থানীয় বাজারে বিক্রয় করতে পারবেন অথবা স্বেচ্ছাসেবী সংস্থা দূরবর্তী বাজারে তা বিক্রয়ের ব্যবস্থা করবে। বিদ্যালয়ের মধ্যাহ্নকালীন প্রকল্পেও এই মাছ ব্যবহৃত হবে। মহিলাদের সাথে প্রাথমিক আলোচনার জন্য আজকে বিদ্যালয়ে উপস্থিত ছিলেন শ্রীমতি সোমা চক্রবর্তী, শ্রীয়ুত স্বপন চক্রবর্তী ও শ্রীযুক্তা সহেলী মল্লিক। সংশ্লিষ্ট সকলকে বিদ্যালয়ের পক্ষ থেকে সশ্রদ্ধ অভিনন্দন ও ধন্যবাদ।