দীনেশ চন্দ্র কুইরী, পুরুলিয়া : গ্রীষ্মের আগে বসন্ততেই পানীয় জলের সমস্যা হয়ে দাঁড়ালো গ্রামে। কয়েক বছর ধরেই পানীয় জলের সংকট সেই কারণে বুধবার ক্ষোভ জাগিয়ে পথ অবরোধ করলো গ্রামের মহিলারা। পুরুলিয়া জেলার বাঘমুন্ডি থানার কাড়িহেঁসা গ্রামের মহিলারা সেই রাস্তাতে সাত সকালে পথ অবরোধ করেন বুধবার। মহিলারা এদিন রাস্তাতে বালতি, কলসি নামিয়ে জল চাই - জল দাও, জল না দিলে ভোট দিবো না সহ বেশ কয়েকটি পানীয় জলের দাবিতে লেখা প্লেকার্ড হাতে নিয়ে স্লোগান তুলে বিক্ষোভ দেখাতে থাকেন। কয়েক ঘন্টার জন্য বিভিন্ন যানবাহন আটকে যায়। অবরোধকারীদের মধ্যে পুনম রায় জানান, এই সমস্যা আজকের নয় অনেক বছর ধরে চলে আসছে, গত বছরেও গ্রামের মহিলারা পথ অবরোধ করেন সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হলেও আজ পর্যন্ত সমাধান হয়নি। যে ক'টি নলকূপ রয়েছে সেগুলো বিকল। পানীয় জলের সমস্যা দূর না হলে ভোট বয়কট করার হুঁশিয়ারিও দেওয়া হয়। ঘটনার পরিস্থিতি সামাল দিতে বাঘমুন্ডি থানার পুলিশ পৌঁছায়। অবশেষে ঘটনাস্থলে বাঘমুন্ডি ব্লকের বিডিও দেবরাজ ঘোষ পৌঁছালে পানীয় জলের সমস্যার সমাধানের আশ্বাসে দীর্ঘ পাঁচ ঘন্টার পর অবরোধকারীরা অবরোধ তুলে নেন।