দীনেশ চন্দ্র কুইরী, পুরুলিয়া:- রবিবার সাত সকালেই পুরুলিয়ার বাঘমুন্ডি থানার সুন্দরী অযোধ্যা পাহাড়ের হিল টপ সংলগ্ন দূর্গা লজের সামনের হটাৎ এক অজ্ঞাত ব্যক্তির দেওয়া উদ্ধার ঘিরে বাঘমুন্ডিএলাকায় চাঞ্চল্য ছড়ালো ।
প্রত্যক্ষদর্শী জানান, রবিবার সকাল সকাল প্রাতঃ ভ্রমণে বেরোবার সময় হটাৎ দূর্গা লজের সামনে এক অজ্ঞাত ব্যক্তিকে দেখতে পাওয়া যায়।সে মাটিতে পড়িয়া আছে ঘুমন্ত অবস্থায়।
সঙ্গে সঙ্গে সিভিক ভলেন্টিয়ার্স এর মারফৎ খবর দেওয়া হয় বাঘমুন্ডি থানায়।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাঘমুন্ডি থানার পুলিশ।
অজ্ঞাত ওই ব্যাক্তির দেহ উদ্ধার করে পাথরডি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়।সেখানে কর্তব্য চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। দেহ ময়নাতদন্তের জন্য দেবেন মাহাতো সদর হাসপাতালের মর্গে পাঠানো হয় বলে জানা যায়।
পুরো ঘটনার কিভাবে ঘটেছে, তানিয়ে তদন্ত শুরু করেছে বাঘমুন্ডি থানার পুলিশ।
পাশাপাশি পুলিস সূত্রে আরও জানা গেছে ওই অজ্ঞাত ব্যাক্তির নাম ও ঠিকানা জানা যায়নি। তা নিয়েও তদন্ত চলছে বলে জানান এক জন পুলিশ আধিকারিক।