দীনেশ চন্দ্র কুইরী, বাঘমুন্ডি:- জলের অপর নাম জীবন। শীত কাটতেই গ্রীষ্মের শুরুতে পানীয় জলের সমস্যা নল কূপ থাকা সত্বেও।
এমনি চিত্র দেখা গেল,শুক্রবার পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকের তুন্তুরী সুইসা অঞ্চলের রাঙ্গামাটি গ্রামের দুই পাড়ায়।
একাংশ স্থানীয় গ্রামবাসীরা ছাড়াও অলকা সিং মুড়া,রিতা দত্ত,গিরিবালা সিং মুড়া জানান,গত তিন চার মাস আগে আমাদের দুটি পাড়ার তিনটি নলকূপ খারাপ হয়ে যায়। যার ফলে পানীয় জলের প্রচন্ড সমস্যা হয়।যা পানীয় জলের জন্য গ্রাম থেকে প্রায় চার থেকে পাঁচ কিমি পথ অতিক্রম করে সুবর্ণরেখা নদী থেকে জল নিয়ে আসতে হয়।
তারা আরও জানান,আমরা গ্রাম পঞ্চায়েত প্রধানকে জানিও কোন সুরাহা হয়নি।পাড়ায় ৭০-৮০ টি পরিবার বসবাস করে। সমস্যা হয় পানীয় জলের জন্য।তাই সংবাদ মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে মেরামতের জন্য আর্জি জানান।
এছাড়া তারা আরও জানান আমরা গ্রাম পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত প্রধানকে লিখিত আবেদন জানিও কোন সুরাহা হয়নি।
ওপর দিকে গ্রাম পঞ্চায়েত প্রধান কিরণ কালিন্দীকে ফোন জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান,ওই গ্রামের সাধারণ মানুষ লিখিত আবেদন জানায়নি, মৌখিক ভাবে জানানো হয়েছে।
এছাড়া তিনি আরও জানান অতি শীঘ্রই মেরামত করার আশ্বাস দেন।
এখন প্রশ্ন একটাই কবে পানীয় জলের নলকূপ ঠিক হবে সেই অপেক্ষায় দিন গুনছে রাঙ্গামাটি গ্রামের দুই পাড়ার বাসিন্দারা।