বন দফতরের বিট অফিস প্রাঙ্গন থেকে চুরি চন্দন গাছ


 

বাঘমুন্ডি:- পুরুলিয়ার বাঘমুন্ডি রেঞ্জের বুড়দা বীট অফিস থেকে চন্দন গাছ চুরি নিয়ে চাঞ্চল্য এলাকায়।স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সাত সকালে নজরে পড়ে ঘটনাটি।গ্রামবাসী তথা বনদপ্তরের নজরে পড়ে একটি চন্দন গাছ উধাও।

এবিষয়ে স্থানীয় একাংশ গ্রামবাসীরা জানান,আজ সকালে খবর পায় যে বাঘমুন্ডি রেঞ্জের বুড়দা বীট অফিসের ভেতর থেকে।প্রায় ৩৫ বৎসরে পুরাতন এক ফুট গলায় চন্দন গাছ চুরি হয়ে গেছে।তাই আমাদের দাবি এই দপ্তর জড়িত না থাকলে কি ভাবে চুরি হলো রাতে এরা পার্টি করেছে দেখতে পাচ্ছি মোদের বোতল পড়ে রয়েছে চন্দন গাছের সামনের বেড়ের বাহিরে।

তাই বিষয়টি তদন্ত হওয়া দরকার তা ছাড়া যেখানে বীট অফিস থেকে গাছ চুরি হচ্ছে সেখানে এরা এতো বড়ো জঙ্গল কি করে বাঁচাবে ?

ওপর দিকে,গ্রামবাসীরা বীট অফিসে তালা ঝুলিয়ে দেয়।এবং বিক্ষোভ দেখাতে থাকে।কয়েক ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছায় বাগমুন্ডি থানার পুলিশ।

পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।এবং গ্রামের রাস্তার মধ্য থাকা বেশ কয়েকটি দোকানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন।

একাংশ গ্রামবাসীরা জানান,বীট অফিসে ডিউটি থাকা অফিসার দের শাস্তি চায়।এবং চোর ধরতে হবে যারা চন্দন গাছ চুরি করেছে।না হলে তালা ঝুলিয়ে রাখা হবে অফিসে।

পুরো ঘটনা কি ভাবে ঘটেছে তানিয়ে তদন্ত শুরু করেছে বাঘমুন্ডি থানার পুলিশ।




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.